টেকনিক্যাল এসইও কী?
একটা নতুন অথবা পুরাতন কোনো website কে Google Submit করা থেকে শুরু করে Google নিজস্ব ডাটাবেজ নেওয়ার আগ পর্যন্ত যে প্রসেস রয়েছে তাকেই টেকনিক্যাল SEO বলে।
টেকনিক্যাল এসইও চেকলিস্ট
- Website Crawling
- Indexing
- Submit an XML sitemap to the Google Search Console
- Google Search Console error fix
- Robots.txt File
- Schema Markup
- Reduce Spam Score
- Canonical tag
- Article URL Optimization
- HTTPS / SSL Certificate
- Redirection (404, 301, 302)
- Website Speed Optimization
- Make sure Your theme or Template is Mobile Friendly
Website Crawling কি?
গুগল ইনডেক্সিং কি what is Indexing?
একটা ওয়েবসাইটকে Google bot প্রথমে কি করে?
Crawling Indexing Ranking
submit Sitemap on Google Search Console
XML Sitemap হলো একটি ফাইল যেখানে আপনার ওয়েবসাইটের সব লিংকের লিস্ট থাকে। এটি সার্চ ইঞ্জিনকে আপনার সাইটের পেজগুলো খুঁজে পেতে সাহায্য করে।
যেমন ধরুন, Sitemap হচ্ছে একটা ম্যাপের মতো, যা সার্চ ইঞ্জিনকে দেখায় কোন কোন পেজ আছে এবং কোথায় আছে। এতে সার্চ ইঞ্জিন খুব সহজেই আপনার সব পেজ খুঁজে পায় ও ইনডেক্স করে।
Google Search Console error fix
Google Search Console এর error ঠিক করা দরকার, কারণ এতে ওয়েবসাইটের ভিজিটর কমে যায়। Error থাকলে গুগল সেই পেজটি সঠিকভাবে দেখতে পায় না, যার ফলে সার্চ রেজাল্টেও পেজটি ভালোভাবে দেখায় না। ফলে আপনি আপনার ওয়েবসাইটের Ranking হারাতে পারেন।
Example
ধরুন, আপনি একটি সুন্দর গল্প লিখছেন। যদি কোনো এরর থাকে, তাহলে গুগল সেই গল্প খুঁজে পাবে না, আর Audience রা গল্পটি পড়তে পারবে না। এজন্য error গুলো ঠিক করা আমাদের জরুরি।Robots.txt ফাইল কি?কেন একটা ওয়েবসাইটের জন্য এটা গুরুত্বপূর্ণ পার্ট
Robots.txt ফাইল হচ্ছে আমার অথবা আপনার ওয়েবসাইটের জন্য একটি দিক নির্দেশনা। এটি সার্চ ইঞ্জিনকে বলে দেয় বা আপনি নির্দেশ দিতে পারেন সে অর্থাৎ সার্চ ইঞ্জিন কে বলে দিতে পারেন কোন পেজগুলো দেখতে পারবে আর কোন পেজ গুলো দেখতে পারবে না। মানে আসতেও পারবে না গুগলের bot যদি কিনা আপনি না চান। আবার আপনি চাইলেই সেই পেজ গুলো Crawl করার আদেশ দিতে পারেন।
User-agent: * এটি সার্চ ইঞ্জিন bot আসতে বলে
Disallow: /wp-admin/ এটার মানে হলো আপনার এডমিন প্যানেল bot আসতে পারবে না আপনি তাকে নিষেধ করে দিছেন।
Reduce Spam Score
আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে খারাপ ব্যাকলিংক আপনার নিজের অজান্তেই তৈরি হয়ে যেতে পারে, কারণ ওয়েবসাইটের Spam Score বাড়লে আপনার অথবা আমার ওয়েবসাইটের অর্গানিক SEO নষ্ট হয়ে যায়।
যার ফলে আমার ওয়েবসাইটের Ranking ডাউন হতে থাকবে।
তাই আপনার ওয়েবসাইটের Spam Score বেড়ে গেলে আপনাকে তা কমানোর চেষ্টা করতে হবে।
Google Disavow একটি টুল আছে যা আপনার ওয়েবসাইটের খারাপ ব্যাকলিংক গুলো খুঁজে বের করে দূর করে দিতে পারবে।
ক্যানোনিকাল ট্যাগ কী?
ক্যানোনিকাল ট্যাগ SEO এর একটি অংশ। সহজ ভাষায় বলতে গেলে, এর কাজ হলো গুগলকে জানানো যে ওয়েবসাইটের কোনটি আসল কন্টেন্ট এবং কোনটি নকল বা ডুপ্লিকেট কন্টেন্ট।
ক্যানোনিকাল ট্যাগ code
<link rel="canonical" href="Your post URL" />
Optimize Your Article URL
Example:
মনে করুন আপনি একটি পোস্ট লিখবেন টেকনিক্যাল এসইও নিয়ে এবং আপনার ক্যাটাগরি ধরে নিলাম SEO। সেক্ষেত্রে post টির url হওয়া উচিত
www.YourDomain.com/seo/technical-seo
আর্টিকেল অপটিমাইজ করার আগে এগুলো জেনে নিতে হবে
https / SSL certificate কেন একটি ওয়েবসাইটে ব্যবহার করা উচিত?
404, 301, এবং 302 রিডাইরেকশন সমস্যা কেন ঠিক করা উচিত?
404 (Not Found): এই error মানে হল পেজ পাওয়া যাচ্ছে না। এটি ওয়েবসাইটের ইউজারদের Confused করে এবং যখনই তারা এই সমস্যা দেখে তারা তখন ওয়েবসাইট থেকে চলে যায়। তাই এটি ঠিক করা জরুরি।
301 (Permanent Redirect): এটি একটি Permanent রিডাইরেকশন যা নতুন ঠিকানায় পাঠায়।
এটি সার্চ ইঞ্জিনগুলোর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি সাইটের Ranking ধরে রাখে।
302 (Temporary Redirect): এটি একটি অস্থায়ী রিডাইরেকশন যা ইউজারদের অন্য ঠিকানায় নিয়ে যায়, কিন্তু মূল ঠিকানা ধরে রাখে। এটি ব্যবহারের ফলে ব্যবহারকারীদের Confused হতে পারে, তাই এটি সঠিকভাবে ব্যবহার করা উচিত।
কেনো ওয়েবসাইটের speed অপটিমাইজেশন করতে হবে?
Website Speed অপটিমাইজেশন করা জরুরি, কারণ সাইট ধীরে লোড হলে অডিয়েন্সরা বিরক্ত হয়ে চলে যেতে পারে।
দ্রুত লোডিং ওয়েবসাইট ট্রাফিকদের ভালো এক্সপেরিয়েন্স দিবে, ফলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে এবং সার্চ ইঞ্জিনে ranking উন্নত করে।
সাইটের গতি যত দ্রুত হবে, ততই ভিজিটররা সন্তুষ্ট থাকবে এবং আপনার সাইটে বেশি সময় কাটাবে।
কেন আমার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি থাকা উচিত?
তাই অবশ্যই থিম বা ব্লগার টেমপ্লেট কেনার আগে অবশ্যই চেক করে নিতে হবে সেটা কি মোবাইল ফ্রেন্ডলি থিম বা টেমপ্লেট কিনা
ফাইনালি যে কথা বলতে চাচ্ছি
Technical SEO মানে হলো সাইটের টেকনিক্যাল দিকগুলো ঠিক রাখা। এটা সাইটকে দ্রুত লোড হতে, মোবাইলে ভালোভাবে চলতে, আর সহজে সার্চ ইঞ্জিনে দেখাতে সাহায্য করে।
সাইট যদি টেকনিক্যালি ঠিক না থাকে, তাহলে ranking কমে যেতে পারে। তাই, সাইটের টেকনিক্যাল দিক ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি SEO-এর মজবুত ভিত্তি তৈরি করে।
টেকনিক্যাল এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (SEO) সেই অংশ, যা ওয়েবসাইটের কাঠামো, স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, ইনডেক্সিং এবং নিরাপত্তার ওপর কাজ করে। এটি মূলত সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটকে আরও বোঝার মতো করে তোলে এবং ভালো র্যাংকিং নিশ্চিত করতে সাহায্য করে।
ReplyDeleteযারা বেসিক থেকে টেকনিক্যাল এসইও শিখতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
✅ ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন
✅ মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
✅ সঠিক XML সাইটম্যাপ ও robots.txt
✅ SSL সার্টিফিকেট ও HTTPS ব্যবহার
✅ কাঠামোগত ডাটা (Schema Markup)
টেকনিক্যাল এসইও শেখার পাশাপাশি ভালো এজেন্সি খুঁজছেন? তাহলে আমার এই আর্টিকেলটি দেখুন: https://www.faisal24.com/2025/02/best-seo-agency.html
টেকনিক্যাল এসইও (SEO) ওয়েবসাইটের উন্নত প্রযুক্তিগত দিকগুলোকে অপটিমাইজ করার প্রক্রিয়া। এটি সাইটের গতি, মোবাইল ফ্রেন্ডলি হওয়া, সাইটের আর্কিটেকচার, সিকিউরিটি, সঠিক মার্কআপ ব্যবহারের মতো বিভিন্ন উপাদান নিয়ে কাজ করে। সঠিক টেকনিক্যাল এসইও সাইটকে সার্চ ইঞ্জিনের কাছে আরো সহজে অ্যাক্সেসযোগ্য করে তোলে এবং সাইটের সার্বিক পারফরম্যান্স ও র্যাংকিং উন্নত করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, ওয়েবসাইটের লোড টাইম কমানো, সাইটের URL স্ট্রাকচার সঠিক করা এবং সাইটম্যাপ তৈরি করা এগুলোর মধ্যে অন্যতম। আপনি যদি টেকনিক্যাল এসইও সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে আমি আমার একটি নিবন্ধ শেয়ার করতে চাই, যেখানে আপনি বেসিক থেকে অগ্রসরমান টেকনিক্যাল এসইও শিখতে পারবেন: https://www.aponinfo24.com/2025/02/blog-post.html
ReplyDeleteটেকনিক্যাল এসইও (Technical SEO) ওয়েবসাইটের সাইটের পারফরমেন্স, ইনডেক্সিং, ক্রলিং এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করে। এটি মূলত ওয়েবসাইটের ভিতরের কাঠামো এবং কোডিং নিয়ন্ত্রণ করে। টেকনিক্যাল এসইও-তে যেসব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো: সাইটের লোড স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, সাইট ম্যাপ, রোবট টেক্সট ফাইল, সিকিউরিটি প্রোটোকল (HTTPS), সঠিক URL স্ট্রাকচার এবং অপ্রয়োজনীয় ডুপ্লিকেট কন্টেন্ট এড়িয়ে চলা। টেকনিক্যাল এসইও সফলভাবে প্রয়োগ করলে আপনার সাইট সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক পেতে সহায়তা করে।
ReplyDeleteআরও বিস্তারিত জানার জন্য, আমি আমার একটি আর্টিকেলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত তথ্য শেয়ার করেছি: https://www.moneymakerit.com/2025/02/what-is-digital-marketing.html
টেকনিক্যাল এসইও (Technical SEO) হল ওয়েবসাইটের ভিতরের কাঠামো ও কোডিং উন্নত করার প্রক্রিয়া, যাতে সার্চ ইঞ্জিনগুলি সহজে ওয়েবসাইটকে ইনডেক্স করতে পারে এবং ভালো র্যাঙ্কিং পেতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে সাইটের গতিশীলতা, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, URL স্ট্রাকচার, সাইটম্যাপ, রোবট.txt ফাইল ইত্যাদি। ভালো টেকনিক্যাল এসইও নিশ্চিত করার মাধ্যমে সাইটের লোডিং স্পিড বাড়ানো, কনটেন্টের অ্যাক্সেসযোগ্যতা উন্নত করা, এবং সার্চ ইঞ্জিনের জন্য সাইটের অ্যাক্টিভিটি আরও সুগম করা যায়।
ReplyDeleteএসইও বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য, আপনি আমার লেখা Main Sectors of Digital Marketing আর্টিকেলটি পড়তে পারেন। এটি এসইও সহ ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন খাত সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে। Link 🔗 https://learn-bd.com/2025/02/main-sectors-of-digital-marketing.html